সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, প্রশান্ত মহাসাগরের তলদেশ অতিক্রম করে এই কেবল স্থাপন করা হয়েছে যুক্তরাষ্ট্র থেকে জাপানে। গুগলের সঙ্গে দ্যা ইউনিটি কনসোর্টিয়ামে আছে ভারতী এয়ারটেল, গ্লোবাল ট্রানজিট, কেডিডিআই, প্যাকনেট এবং সিংটেল। গুগলের এই প্রোজেক্টে খরচ হয়েছে ৩০০ মিলিয়ন ডলার বা ২১০০ কোটি টাকা।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, গুগলের নতুন এই কেবল চালু হলে ইন্টারনেট গতি বাড়বে। এই কেবলের মাধ্যমে প্রতি সেকেন্ডে প্রায় ৭.৬৮ টেরাবিট গতি পাওয়া যাবে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, এশিয়ায় গুগলের নতুন ফাইবার নেটওয়ার্ক কেবল বিষয়ে চলতি মাসেই আনুষ্ঠানিকভাবে জানাবে প্রতিষ্ঠানটি।

0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন