জানা গেছে, সার্চ জায়ান্ট গুগল ‘ঝড়ো গতির’ ফাইবার অপটিক ইন্টারনেট সংযোগ এ শহরে শিগগিরই চালু করার ঘোষণা দিয়েছে। গুগল জানিয়েছে, আইএসপি হিসেবে আত্মপ্রকাশ করার পর তাদের সেবার তথা ইন্টারনেটের গতি হবে প্রতি সেকেন্ডে ১ গিগাবিট। গুগল যুক্তরাষ্ট্রে ১ গিগাবিট/সেকেন্ড গতির ইন্টারনেট সংযোগ পৌঁছে দেয়ার এই প্রকল্পটির নাম দিয়েছে ‘ফাইবার ফর কমিউনিটিজ’, যা এই ছোট্ট শহরের মধ্য দিয়ে শিগগিরই যাত্রা শুরু করতে যাচ্ছে।
তবে আনুষ্ঠানিকভাবে অর্থাৎ মানচিত্রে শহরের নাম পরিবর্তন না করা হলেও শহরের মেয়র উইলিয়াম ডব্লিউ বানটেন ইতোমধ্যেই একটি ঘোষণাপত্র প্রকাশ করেছেন যেখানে তিনি নিজের শহরের নাম ‘টপিকা’ পরিবর্তন করে ‘গুগল, কানসাস’ লিখেছেন। নামের শেষে কানসাস যোগ করার কারণ, টপিকা কানসাস রাজ্যের একটি শহর। ঘোষণাপত্রে মেয়র গুগলের ‘ফাইবার ফর কমিউনিটিজ’ প্রকল্পটি তাদের শহরে আনতে যাবতীয় সহযোগিতা করতে সেখানকার অধিবাসীদের অনুরোধ করেছেন।

তবে যাদের নিয়ে এতো হৈ চৈ, সেই গুগল যেন হঠাৎই ডুব দিয়েছে গভীর পানিতে। ভার্চুয়াল নয়, বরং বাস্তব একটি শহরের নাম গুগল হয়ে যাওয়া নিয়ে গুগলের প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি বলেই জানিয়েছে বিভিন্ন সূত্র। ম্যাশএবল আশা করছে, ‘ফাইবার ফর কমিউনিটিজ’ সেবাটি চালু হলেই হয়তো আবার নাকটি ভাসাবে গুগল।

1 comments:
google is the best...
একটি মন্তব্য পোস্ট করুন