রবিবার, ১৮ এপ্রিল, ২০১০

X-48B US আর্মির শত বছরের শ্রেষ্ঠ যুদ্ধ বিমান!!

আজকের টিউনের বিষয়বস্তু  যুদ্ধবিমান,এটি হচ্ছে ইউএস এয়ারফোর্সের ইতিহাসের একটি হলমার্ক। আসুন দেখে নেয়া যাক এই যুদ্ধবিমানটি –

ইউনিক ডিজাইন

X48B 01 X 48B US আর্মির শত বছরের শ্রেষ্ঠ যুদ্ধ বিমান!! | Techtunes
এটি সাধারণ আর দশটা যুদ্ধবিমানের মতই। এর ইউনিক ডিজাইনই একে বাকীগুলো থেকে সম্পূর্ন আলাদা করে দিয়েছে। গতানুগতিক ধারার বাইরে এর পাখা দুটো কে একটু বেন্ড করিয়ে দেয়া হয়েছে ট্রেন্ডি লুক এবং এটিই বর্তমান এবং গত শতকের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে।

টেস্ট ফ্লাইট

X48B 02 X 48B US আর্মির শত বছরের শ্রেষ্ঠ যুদ্ধ বিমান!! | Techtunes
এর টেস্ট ফ্লাইটটি সফলভাবে চালানো হয় এই বছরেরই অগাস্টে। এটি এডওয়ার্ড এয়ারফোর্স বেজের ওপর দিয়ে কয়েকপাক ঘুরে এসে এর টেস্টিং সম্পন্য করে। তবে এতে কোন পাইলট ছিল না। দূর থেকে আর্টিফিসিয়ালি কন্ট্রোল করা হয় এক।

উইন্ড টানেল

X48B 03 X 48B US আর্মির শত বছরের শ্রেষ্ঠ যুদ্ধ বিমান!! | Techtunes
এর উইন্ড টানেলটি নাসার হ্যাম্পটন রিসার্চ সেন্টার থেকে ডেভেলাপ করানো হয়। এর স্ট্যাবিলিটি এবং কন্ট্রোলের জন্যে ব্যবহার করা হচ্ছে এর ৮.৫ সেঃমিঃ এই স্কেল মডেলটি।

ফ্রি ফ্লাইট টেস্ট

X48B 04 X 48B US আর্মির শত বছরের শ্রেষ্ঠ যুদ্ধ বিমান!! | Techtunes
এই টেস্ট ফ্লাইটটি তে পাইলট ভেতরেই ছিলেন। তিনজন পাইলট তখন ছিলেন এর কন্ট্রোলে। তবে প্লেনটি ফ্রি উড়তে পারেনি। একটি সুতার (প্রকৃত পক্ষে সেটি অনেক মোটা) সাহায্যে ল্যাবে ঝুলিয়ে এই এক্সপেরিমেন্ট চালানো হয়।

এক্সেপশনাল উইং

X48B 05 X 48B US আর্মির শত বছরের শ্রেষ্ঠ যুদ্ধ বিমান!! | Techtunes
যে জিনিসটি এই বিমানকে আলাদা করে দিল সেটি তার উইং যার দৌর্ঘ্য ২১ ফিট!

ফিউচার প্ল্যানিং

X48B 06 X 48B US আর্মির শত বছরের শ্রেষ্ঠ যুদ্ধ বিমান!! | Techtunes
রিসার্চ টিমের সদস্যদের মতে আর বাকী দশটা বিমানের চাইতে ৩০% ফুয়েল কম খাবে এই X-48B এবং টানা ১৫ বছর সার্ভিস দিয়ে যেতে পারবে।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

সবার সাথে শেয়ার করুন