- ১. ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ৩০০ মিইলয়ন এর চেয়ে বেশি।
- ২. ফেসবুক ব্যবহাকারী প্রতিদিন মোট ১৮ বিলিযন মিনিট খরচ করে।
- ৩. ফেসবুই ব্যবহারকারীরা প্রতিদিন ৪৫ মিমিয়ন status দেয়।
- ৪. ১০ মিলিয়ন ব্যবহারকারীরা প্রিতিদন bacome a fan page টি ব্যবহার করে।
- ৫. সব ব্যবহারকারীরা প্রায় ২ বিলিয়র ছবি upload করে প্রতি মাসে।
- ৬. প্রতি মাসে ফেসবুক ব্যবহারকারীরা প্রায় ১৪ মিলিয়ন ভিডিও upload করে।
- ৭. প্রতি মাসে ৩ মিলিয়র event create করে।
- ৮. প্রতিদিন ৪৫ মিলিয়ন active user থাকে।
- ৯.৭০টি ভাষায় এফসবিক আছে।
- ১০. মোবাইলে ফেসবুক ব্যবহারকারির সংখ্যা ৬৫ মিলিয়ন এর বেশি।
- ১১. ফেসবুএক এ্যাকটিভ এ্যাপ্লিকেশন আছে ৩৫০,০০০ টির বেশি।
সোমবার, ২৯ মার্চ, ২০১০
Facebook…অন্য এক জগত…!! বিস্ময়কর তথ্য…!!!!!!
আজকাল আমরা কারো মোবাইল নম্বর নেওয়ার পরই বলে থাকি আপনার ফেসবুক আইডি টাও দেন।আসলেই ফেসবুক আমাদের আধুনিক জীবনের এক অন্তরঙ্গ সঙ্গী হয়ে গেছে।এমনো অনেকে আছেন যারা ফেসবুক ছাড়া কিছু ভাবতে পারেন না। এই টিউনে এই ফেসবুক সম্পকে কিছু বিস্ময়কর তথ্য দেওয়া হল-

0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন