এর জন্য আপনাদের প্রথমে এই সাইটে যেতে হবে। সাইটের বাম পাশে Conversion Wizard নামে একটি টুলবার দেখা যায়। এখানে তিনটি অপশন আসে। ১ম টা দিয়ে লিঙ্ক প্রবেশ করান যায়। ২য় টা দিয়ে কমপিউটার থেকে কোন ফাইল আপলোড করা যাই। আর ৩য় টা দিয়ে youtube এ সার্চ করা যাই। তারপর নেক্সট পর্বে গিয়ে ১টার জন্য ভিডিও ফাইল এর একটা লিঙ্ক প্রবেশ করি ২য় টার জন্য কমপিউটার থেকে ভিডিও ফাইলটা আপলোড করি ৩য় টার জন্য youtube যেভাবে সার্চ দেই ঐ ভাবে সার্চ দেই। এবার নেক্সট পর্বে গিয়ে পছন্দনীয় ফরম্যাট টি সিলেক্ট করি। এর পর নেক্সট পর্বে গিয়ে start বাটন ক্লিক করি। তাহলে নিচের টুলবারে কনভার্ট শুরু হয়ে যায়। কনভার্ট শেষ হলে পাশে download বাটন এ ক্লিক করলেই আপনার পছন্দনীয় ফরম্যাটে ফাইল টি ডাউনলোড হয়ে যায়।
-দীপ্ত

0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন