http://www.incredimail.com/english/download/

উপরিউক্ত সকল ছবিগুলোই এনিমেটেড । যা আপনি ফ্রি পাঠাতে পারবেন ।এছাড়াও আরও হাজারেরও উপরে আপনি ফ্রি এইরকম ইমোশন পাবেন যা সত্যিকার অর্থেই আপনার মেইলকে আরও আকর্ষনীয় করে তুলবে । আপনি অনেক রকমের আকর্ষনীয় থিম পাবেন এবং এনিমেশন পাবেন । ফ্রি অনেকগুলো স্ক্রীন পাবেন । বড় সাইজের ফাইল পাঠাতে পারবেন । আপনার ভয়েস এটার মাধ্যমেই রেকর্ড করতে পারবেন এবং রেকর্ড করা ভয়েস আপনি আপনার মেইলের মাধ্যমে আপনার বন্ধুদের পাঠাতে পারবেন । অটোরিপ্লাই এর ব্যবস্থা করতে পারবেন । থ্রিডি ইফেক্ট করতে পারবেন আপনার মেইল যখন সেন্ড এবং রিসিভ করবেন তখন ।
আর সবচেয়ে বড় মজা হচ্ছে আপনি আপনার মেইল আপনার ডেস্কটপ থেকেই পড়তে পারবেন । অনেকেই হয়ত মনেকরবেন Gmail Notification এর মত । কিন্তু এই সার্ভিসটি এইরকম না । এই সফটওয়ারের মাধ্যমে আপনি পুরো মেইলটাই পড়তে পারবেন। এটাচ করা ফাইল ডাউনলোড করতে পারবেন। তাহলে যখন এত সুবিধা আপনি পাচ্ছেন কেন আর জিমেইল বা ইয়াহুতে লগইন করে মেইল পাঠাবেন ।
এই সফটওয়ারটি ফ্রি বলা যায় আবার একেবারে ফ্রি না । কারন আপনি যদি এর সিরায়াল কিনেন তাহলে সকল প্রকার মেইল আইডি দিয়ে মেইল পাঠাতে পারবেন । আর তা না হলে শুধুমাত্র Gmail একাউন্টের আইডি দিয়ে যেকোন মেইল আইডিতে মেইল পাঠাতে পারবেন। এই সফটওয়ারটি যেমন আপনার সময় বাচাবে তেমনি আপনার মেইলকে আকর্ষনীয় করে তুলবে ।
এটি কিভাবে ব্যবহার করবেনঃ
এই সফটওয়ারটি ইনস্টল করা একদম সাধারন সফটওয়ারের মতই কিন্তু এর কিছু প্রক্রিয়া সম্পন্ন করতে হয় যার ফলে আপনি মেইল পাঠাতে পারবেন ।প্রথমেই আপনাকে গুগল একাউন্টে প্রবেশ করতে হবে ।
তারপর Gmail এর সেটিং অপশনে যান ঠিক নিচের ছবিটির মত ।
তারপর আপনাকে ‘Forwarding and POP অপশনটিতে যেতে হবে এবং Enable POP for all mail অপশনটিতে ক্লিক করে Enable করে Save Changes বাটন চেপে বের হয়ে আসুন ।
এরপর আপনার ইনস্টল করা ইনক্রেডিমেইল থেকে নিচের ছবির মত প্রক্রিয়া সম্পন্ন করুন ।




এখন আপনি ফটোমেইলে যেসব ছবি দিতে চান তা এড করুন । এরপর আপনি ইনক্রেডিমেইল চালু করে বাম সাইটেই দেখতে পাবেন Photomail নামে স্ক্রীন এখানে ক্লিক করলেই হবে ।
- টিউনার হাসিব

1 comments:
Amar Tune ta dekhe valoi laglo tobe Main Link Mane Techtunes.com.bd er link ta diye dile valo hoto
একটি মন্তব্য পোস্ট করুন