ইন্টারনেট থেকে ফ্রি এস এম এস করার সাইট এর অভাব নেই কিন্তু তারা এস.এম.এস ফ্রি দেলেও তাদের সাইট থেকে এস, এম, এস করতে ইচ্ছা করেনা । কারন ওরা এস. এম. এস এর সাথে ওদের সাইট এর এডভারটাইজ এর লিঙ্ক যুক্ত
সোমবার, ২৩ মে, ২০১১
মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১১
বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১১
এক কিলিক এ লক্ষ ইমেইল আই ডি তে মেইল পাঠান তাও আবার নিযের সাইট থেকে সাথে ফ্রী ২১০০০০০ ইমেইল আইডি
আশা করি সবাই ভাল আছেন।আজ আমি আপনাদের শেয়ার করব যে কিভাবে নিজের সাইট থেকে এ একাধিক ইমেইল আই ডি তে মেইল পাঠাবেন এক কিলিক এ তাও আমার মাত্র ১২ কেবি র একটি পি এইচ পি স্ক্রিপ্ট দিয়ে।আপনি ইচ্ছা করলে কোন প্রকার ইমেইল আইডি বা সাবযেক্ট ব্যাবহার না করেও ই মেইল পাঠাতে পারবেন সাথে এটাচমেন্ট অপশনও আছে।যারা ই মেইল মারকেটিং এর কাজ করেন তাদের এটা বিশেষ কাজে দেবে বলে আমি মনে করি। প্লিজ এটা কেউ কাউকে হুমকি বা আন্যায় কাজে ব্যাবহার করবেন না ।আরে কেউ করলে তার জন্য আমি দায়ি থাকবনা। যাই হোক কাজের কথায় আশি।
প্রথমে আসা যাক সাইট এর জন্য ডোমেইন ও হোস্টিং এর বেপার যেখানে আপনি আপনার সাইট বানাবেন ।আপনি ইচ্ছা করলে আপনার নিজের সাইট এ ১২ কেবি র একটি পি এইচ পি স্ক্রিপ্ট আপলোড করতে পারেন অথবা ফ্রী হোস্টিং সাইট থেকেও আপনার সাইট হোস্ট করতে পারেন ।আপনি এই সাইট এ গিয়ে হোস্ট করতে পারেন .নিচের ছবিটি আনুশরন করে নিজের জন্য একটি হোস্টিং অডার করুন।


উপরের ফরম টি সঠিক ভাবে পুরন করলে ওরা আপনার ইমেইল আইডি এক্টিভিসন মেইল পাঠালে আপনার একাউন্টি এক্টিভ করে নিন।একাউন্ট এক্টিভ হলে পরবর্তী মেইল এ ওরা আপনাকে আপনার সাইট এর সি প্যানেল এর ডিটেইলস দিয়ে দিবে।
এর পর আপনার কাজ হল কিভাবে মেইল পাঠানর সাইট বানাবেন।আপনাকে কিছুই করতে হবে না শুধুমাত্র কস্ট করে এই লিঙ্ক থেকে ১২ কেবি এর জিপ ফাইল টি দাউনলোড করে আন জিপ করে নিন।জিপ ফাইল এর মদ্ধে index নামের একটি ফাইল পাবেন সেটি আপনার সাইট এ ফাইল যিলা অথবা সরাসরি সি প্যানেল এর ফাইল মেনেজার দিয়ে আপলোড করতে পারেন। click her for cpanel




for filezila

আপ লোড করা হয়ে গেলে আপনার কাজ শেষ। এবার আপনার সাইট এ গিয়ে দেখে আসুন যে কেমন হল আপনার সাইট।
আপনার সাইট টি আদও কাজ করছে কিনা সেটা পরিক্ষা করার জন্য ২১০০০০০ ইমেইল আইডি দিয়ে দিলাম যা দাউনলোড করবেন এই লিঙ্ক থেকে আমার কাছে আরও ২ কোটি আইডি আছে কারও লাগলে বলবেন

কারও যদি বুজতে সমস্যা হয় তাহলে মন্ততবে লিখবেন সমাধান দেবার চেষ্টা করব।।
সোমবার, ৮ নভেম্বর, ২০১০
এক্সপি সেটাপ করেও ভাইরাস দূর করতে পারছেন না,আবার ভাইরাসের জন্য এন্টিভাইরাসও ইন্সটল করতে পারছেন না,সুতরাং পিসি ফরম্যাট না করে ভাইরাস দূর করবেন কীভাবে?
আমরা প্রায় সবাই জানি,এক্সপি সেটাপ দিলে শুধু সিস্টেম ড্রাইভ(যে ড্রাইভে অপারেটিং সিস্টেম ইন্সটল করা আছে) ফরম্যাট হয়,অন্য ড্রাইভগুলো অপরিবর্তিত থাকে।ফলে সিস্টেম ড্রাইভে যদি ভাইরাস থাকে,তা ডিলিট হয়ে যায়,কিন্তু অন্য ড্রাইভের ভাইরাস গুলো আগের মতই পিসিতে সংসার বেঁধে বসে থাকে।তার উপর এসব ভাইরাস যদি হয় এতই
শুক্রবার, ১৫ অক্টোবর, ২০১০
High Page Rank Site For SEO
Page Rank 8:
- http://blogs.cisco.com/news
Page Rank 6:
- http://weblogtoolscollection.com
- http://www.grokdotcom.com
- http://www.sirpi.org
